যৌথ মহড়া চালাল ভারতীয় ও মার্কিন সেনা

উত্তর আমেরিকায় আলাস্কার গ্রেজেলকা ফায়ারিং রেঞ্জে চলে মহড়া

ইউএইচ৬০ ব্ল্যাকহক হেলিকপ্টারে চেপে চলে মহড়া

যৌথ যে মহড়ার নাম দেওয়া হয়েছিল যুদ্ধ অভ্যাস

বরফাবৃত এলাকায় শত্রুকে খুঁজে বের করার ড্রিল চলে

তুষারাবৃত এলাকায় কীভাবে লড়াই করলে অ্যাডভান্টেজ মিলবে চলে সেই প্রস্তুতি

বিভিন্ন ধরণের ফায়ার আর্মস নিয়ে ড্রিল চালান সেনারা

মার্কিন-ভারতীয় সেনারা অপর পক্ষকে খুঁটিনাটি বুঝিয়ে সাহায্য করেন

গ্রেজেলকা ফায়ারিং রেঞ্জ বরাবর ব্যবহৃত হয় কঠোর ড্রিল অনুশীলনের জন্য

বেশ কয়েক ঘণ্টা ধরে যে ড্রিল