সালোয়ার-কামিজে ফের নজরকাড়া শ্রীদেবী-কন্যা। হলুদ সালোয়ার কামিজে এদিন দুরন্ত লাগছিল জাহ্নবী কাপুরকে। 'গুড লাক জেরি'-র প্রোমোশন চলছে চুটিয়ে। সেই উপলক্ষ্য ভারতীয় সাজ। গলার কাছে 'ভাইব্র্যান্ট ফ্লোরাল এমব্রয়ড্যারি', সঙ্গে মানানসই দোপাট্টা। ভোরের সূর্য মনে হচ্ছিল জাহ্নবীকে দেখে, বলেন অনেকেই। পশ্চিমি হোক বা ফিউশন, সব পোশাকেই স্বচ্ছন্দ্য তিনি। তবে এদিনের সালোয়ার স্যুটের সঙ্গে নীল হিলস এবং রুপোর কান দুল! অনবদ্য লাগছিল তাঁকে। লুক যাতে অসম্পূর্ণ না থাকে সে জন্য হাতে চুড়ি-ও পরেছিলেন জাহ্নবী। 'গুঞ্জন সাক্সেনা'-তে তাঁর অভিনয় আগেই নজর কেড়েছিল। কী করবে 'গুড লাক জেরি'? অপেক্ষায় ভক্তরা।