গত ১৫ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে ওলার দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার ওলা এস১।

এই ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো একনজরে দেখে নিন।

ইকো, নর্মাল এবং স্পোর্ট- ওলা এস১ ইলেকট্রিক স্কুটারে এই তিনটি রাইডিং মোড রয়েছে।

ইকো মোডে এই ই-স্কুটার একবার চার্জ দিলে ১২৮ কিলোমিটার সফর করা সম্ভব।

নর্মাল মোডে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে ১০১ কিলোমিটার সফর করা যাবে।

আর স্পোর্ট মোডে এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জে সফর করতে পারে ৯০ কিলোমিটার।

ওলা এস১ ইলেকট্রিক স্কুটারে ৮৫০০ W- এর Mid-Drive IPM মোটর রয়েছে।

এছাড়াও ওলা এস১ ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩.৯৭ kWh ব্যাটারি রয়েছে।

এই ই-স্কুটারে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, এলইডি টেললাইট-হেডলাইট এবং ডেটাইম রানিং লাইট।

পাঁচটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার এস১।