ভারতের ১৫তম রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। রামনাথ কোবিন্দের মেয়াদ শেষের পর তিনিই বসবেন রাষ্ট্রপতি পদে। প্রথম কোনও আদিবাসী সমাজের নাগরিক যিনি ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন। সবচেয়ে কমবয়সে ভারতের রাষ্ট্রপতির পদে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু। ওড়িশার ময়ূরভঞ্জের উপরবেদা গ্রামে জন্মেছিলেন তিনি। তাঁর গ্রামে তিনিই প্রথম মহিলা, যিনি ভুবনেশ্বরে কলেজে পড়ার জন্য এসেছিলেন। প্রথমে সরকারি দফতরে চাকরি, তারপরে শিক্ষকতা করেছেন দ্রৌপদী মুর্মু। ১৯৯৭ সালে বিজেপিতে যোগ দেন দ্রৌপদী মুর্মু। তারপর থেকে ক্রমশ জড়িয়ে পড়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রথমে কাউন্সিলর, তারপরে বিধায়ক হন তিনি। দীর্ঘদিন ওড়িশায় বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রী ছিলেন। পরে ঝাড়খণ্ডের রাজ্যপালও হন। এদিন তাঁর জয়ের খবর পাওয়া মাত্রই তাঁর বাড়ির কাছে শুরু হয়ে যায় উৎসব। বিভিন্ন এলাকায় উৎসবে মাতেন বিজেপি ও এনডিএ জোটের সমর্থকরা।