Image Source: পিটিআই

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। রামনাথ কোবিন্দের মেয়াদ শেষের পর তিনিই বসবেন রাষ্ট্রপতি পদে।

Image Source: পিটিআই

প্রথম কোনও আদিবাসী সমাজের নাগরিক যিনি ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন।

Image Source: পিটিআই

সবচেয়ে কমবয়সে ভারতের রাষ্ট্রপতির পদে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু।

Image Source: পিটিআই

ওড়িশার ময়ূরভঞ্জের উপরবেদা গ্রামে জন্মেছিলেন তিনি। তাঁর গ্রামে তিনিই প্রথম মহিলা, যিনি ভুবনেশ্বরে কলেজে পড়ার জন্য এসেছিলেন।

Image Source: পিটিআই

প্রথমে সরকারি দফতরে চাকরি, তারপরে শিক্ষকতা করেছেন দ্রৌপদী মুর্মু।

Image Source: পিটিআই

১৯৯৭ সালে বিজেপিতে যোগ দেন দ্রৌপদী মুর্মু। তারপর থেকে ক্রমশ জড়িয়ে পড়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে।

Image Source: পিটিআই

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রথমে কাউন্সিলর, তারপরে বিধায়ক হন তিনি।

Image Source: পিটিআই

দীর্ঘদিন ওড়িশায় বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রী ছিলেন। পরে ঝাড়খণ্ডের রাজ্যপালও হন।

Image Source: পিটিআই

এদিন তাঁর জয়ের খবর পাওয়া মাত্রই তাঁর বাড়ির কাছে শুরু হয়ে যায় উৎসব।

Image Source: পিটিআই

বিভিন্ন এলাকায় উৎসবে মাতেন বিজেপি ও এনডিএ জোটের সমর্থকরা।