ছবি থেকে শুরু করে বিজ্ঞাপনের মুখ, বলিউডে পছন্দের তালিকায় এখন অন্যতম অভিনেত্রী কিয়ারা আডবাণী। আজ সকালে সাজিদ নাদিয়ানওয়ালার অফিসে যাওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন কিয়ারা। কিয়ারার ফ্যাশান স্টেটমেন্ট বরাবরই ঈর্ষণীয়, আজও অনুরাগীদের ফ্যাশন গোল দিলেন বলি অভিনেত্রী। আজ একটি ব্যাকলেস অ্যাঙ্কল লেঙ্গথ গাউন পরেছিলেন তিনি। সাদা, নীল আর সবুজের সেই গাউন ছিল নিতান্ত ছিমছাম। পা খোলা স্লিপার্সে কিয়ারা শিখিয়েছেন হালকা অথচ স্টাইলিশ সাজই। লম্বা চুল খোলাই রেখেছিলেন কিয়ারা, আর তাতে কয়েক গুণ সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে। হাতের গাঢ় সবুজ ব্যাগ কিয়ারার স্টাইল স্টেটমেন্টে অন্য মাত্রা যোগ করেছে। কানে হাতে গলায় কোনওরকম গয়না এমনকি ঘড়িও পরেননি কিয়ারা। বর্ষা বা গরমে কিয়ারার এই হালকা সাজ সেজে ফেলতে পারেন আপনিও। বেছে নিতে পারেন যে কোনও রঙের পছন্দের গাউন। অ্যাঙ্কল লেঙ্গথ গাউনের সঙ্গে কিয়ারার মতোই ফ্ল্যাটস পরুন, ইচ্ছা হলে চুল বেঁধেও নিতে পারেন।