কখনও 'ফ্লোরাল', কখনও ঝলমলে সোনালি--এক এক সময়ে এক রকম শাড়িতে সেজেছেন 'পরম সুন্দরী'। সঙ্গে মানানসই সাজ। প্রত্যেক বারই ভক্তদের মুগ্ধ করেছেন কৃতী শ্যানন। এবারও 'ডার্ক ব্ল্যাক' শাড়িতে দুরন্ত লাগছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় রিল ও ছবি পোস্ট করলেন সেই সাজে। সঙ্গে ক্যাপশন 'স্টিল ফিলস দিওয়ালি।' দীপাবলির আলোর মতোই দ্যুতি ছড়াচ্ছিলেন কৃতী, ভক্তদের কমেন্ট থেকে স্পষ্ট। হল্টারনেক ব্লাউজ, স্মোকি আইজ--এক কথায় অনন্যা হয়ে উঠেছিলেন কৃতী। তবে শুধু কালো শাড়ি নয়, সঙ্গে আরও একটি 'লুক'-এর ছবি দিয়েছেন 'রাবতা'-র নায়িকা। 'সি গ্রিন' রঙের শাড়িতেও অবিশ্বাস্য সুন্দর লাগছিল কৃতীকে। এই মুহূর্তে তাঁর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। 'ভেড়িয়া' ছবির ট্রেলার এর মধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। 'ঠুমকেশ্বরী' গানের সঙ্গে কৃতীর চোখধাঁধানো পারফরম্যান্স নিয়েও জোর চর্চা বলিউডে। সপ্তাহদুয়েক আগে ফ্যাশন শোয়ের মঞ্চও কাঁপিয়েছেন তিনি। সব মিলিয়ে জমজমাট পেশাদার জীবন।