একটিই র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে মোটো ই৩২ ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৪৯৯ টাকা। মোটো ই৩২ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটিংসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। কসমিক ব্ল্যাক এবং আইসবার্গ ব্লু রঙে লঞ্চ হয়েছে মোটো ই৩২ ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনতে গেলে ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও থাকছে অফার। এর পাশাপাশি নো-কস্ট ইএমআইয়ের অফারও পাবেন ক্রেতারা। এই ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।