ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭ ফোন। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ওপ্পো এ১৭ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ১২,৪৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক এবং সানলাইট অরেঞ্জ- এই দুই রঙে দেশে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭। ওপ্পো এ১৭ ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির একটি LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ফোনে AI ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি সেনসর। ওপ্পো এ১৭ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ওপ্পো এ১৭ ফোনের ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই স্মার্টফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং এই ফোনে ফেসিয়াল রেকগনিশন ফিচারের সাপোর্টও রয়েছে।