ভক্তদের জন্য খুশির খবর। কন্যাসন্তানের মা-বাবা হলেন আলিয়া ভাট ও রণবীর কপূর। এদিন সকালেই আলিয়াকে দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। স্ত্রী ও সদ্যোজাত কন্যার সঙ্গে হাসপাতালে রয়েছেন বাবা রণবীর কপূরও। সূত্রের খবর, আজ সকাল ৮টা ২০ নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর-আলিয়া। জুনে সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন জনপ্রিয় তারকা দম্পতি। অক্টোবরে জনপ্রিয় নায়িকার বেবি শাওয়ারের ছবিও এসেছিল সোশ্যাল মিডিয়ায়। এদিন সকালে রণবীর ও আলিয়াকে গাড়িতে হাসপাতালে ঢুকতে দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল, নতুন সদস্য আসছে। এবার নতুন ভূমিকায় প্রিয় জুটিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা ভক্তদের।