বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার।

'গুডবাই' ছবির হাত ধরেই বিটাউনে পা রাখতে চলেছেন অভিনেত্রী।

প্রথম হিন্দি ছবির প্রচারে এবার মুম্বইতে হাজির হয়েছেন রশ্মিকা।

জুহু- র একটি পাঁচতারা হোটেলে ছবির প্রচারে হাজির হয়েছিলেন তিনি।

রশ্মিকার হাসিতে এমনিতেই মুগ্ধ দর্শকমহল।

ছবির প্রচারে এসেও এক্সপ্রেশন কুইনের ইউএসপি ছিল তাঁর ভুবন ভোলানো হাসি।

সব ইভেন্টেই রশ্মিকার স্টাইল স্টেটমেন্ট সকলেরই নজর কেড়ে নেয়।

মুম্বইয়ে ছবির প্রচারে এসেও ট্রেন্ডের বদল করেননি রশ্মিকা।

সবুজ-হলুদ শেডের ওয়েস্টার্ন আউটফিট, সঙ্গে হাল্কা গয়না আর ম্যাচিং জুতোও নজর কেড়েছেন অভিনেত্রী।

'গুডবাই' ছবিতে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রশ্মিকা মন্দানা।