করোনা বিধি মেনে পুরীতে পালিত হল রথযাত্রা গতবারের মতো এবারও ভক্তশূন্য ছিল রথযাত্রা সুপ্রিম কোর্টের নির্দেশে যেমনটা হয়েছে আবেগ-উৎসাহে অবশ্য ছিল না ঘাটতি সেবায়েত-কর্মী মিলিয়ে মোট ৪ হাজার জন ছিলেন করোনা নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছিল বাধ্যতামূলক রথযাত্রা উপলক্ষে জারি ছিল কার্ফু রথযাত্রার দিন অনুষ্ঠানের সূচনা হয় পহণ্ডি দিয়ে পহণ্ডির পর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন কথিত, এই রথ সচল-গতিময় জীবনের প্রতীক