প্রাণঘাতী বজ্রাঘাত

রাজ্যে প্রায় প্রত্যেকদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন বজ্রাঘাতে।

বজ্রপাত থেকে বাঁচার উপায়?

বজ্র-বিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে কী সতর্কতা অবলম্বন করবেন, জেনে নিন।

পাকা বাড়িতে আশ্রয়

বজ্রপাতের সময় ঘরের ভিতর আশ্রয় নিন।

মাটিতে শুয়ে পড়বেন না

খোলা জায়গায় থাকলে যতটা সম্ভব নিচু ও গুটিসুটি হয়ে বসে পড়ুন।

যানবাহনের মধ্যেও সাবধান

যানবাহনের মধ্যে থাকলে জানালা তুলে দিন।

গাছ থেকে ১৫ ফুট দূরে থাকুন

বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না।

বৈদ্যুতিক তার থেকে সাবধান

ঝুলে থাকা অথবা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরত্ব বজায় রাখুন।

চলবে না মাছ ধরা

জলাশয় থেকেও দূরে থাকতে হবে।

ছাতা-ফোন ব্যবহার নয়

বজ্রপাতের সময় ছাতা ও ফোন ব্যবহার করবেন না।

ঘরের ভেতরও সতর্কতা

বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।