৫১ বছর আগে আজকের দিনেই ওভালে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ জিতে প্রথমবার ইংল্যান্ডে সিরিজ জেতে ভারতীয় দল

ওই সিরিজ জয়ের ১৫ বছর পর কপিল দেবের দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট ও ২৩ রানের সুবাদে লর্ডসে প্রথম টেস্ট জেতে ভারত

তিন ম্যাচের এই সিরিজে দুই ম্যাচ জিতে সিরিজে কব্জা করে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল

ইংল্যান্ডে সম্ভবত ভারতের সেরা ব্যাটিং পারফরম্যান্স ২০০২ সালে লিডসে, সৌরভ, সচিন ও দ্রাবিড়ের শতরান এবং কুম্বলে, হরভজনের বোলিংয়ে ইনিংসে ম্যাচ জেতে ভারত

তবে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হয় ভারতকে, গোটা সিরিজেই দুরন্ত ব্যাটিং করেন দীনেশ কার্তিক

নটিংহ্যামে সচিনের ৯১, সৌরভের ৭৯ এবং লক্ষ্মণের ৫৪ রানের পাশাপাশি জাহির খানের চার উইকেটে ভর করে ভারত ম্যাচসহ সিরিজ জিতে নেয়

২০১৬ সালে ইংল্যান্ডে ভারত দুরমশু হলে, লর্ডসের সবুজ গালিচায় রাহানের অবিস্মরণীয় ১০৩ রানের ইনিংসের পাশাপাশি ইশান্তের সাত উইকেটে ভর করে ভারত ম্যাচ জেতে

গত বছর লর্ডসে প্রথম ইনিংসে কেএল রাহুলের ১২৯ রানের পরেও পিছিয়ে থাকা ভারতকে শামি-বুমরার ৮৯ রানের পার্টনারশিপ ম্যাচে ফেরায়

পরে অভাবনীয়ভাবে ১২০ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে ম্যাচও জেতে ভারতই, দুই ইনিংসে চারটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ

ওই সিরিজেই ওভালে রোহিত শর্মার শতরান ও ব্যাটে বলে 'লর্ড' শার্দুলের দৌরাত্ম্যে ম্যাচ জেতে ভারত