রবিবার সকাল ৯টা ১৮ মিনিট। শ্রীহরিকোটা থেকে প্রথম যাত্রা এসএসএলভি-ডি১-র। প্রথম বার পাড়ি দিল ভারতের সবচেয়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান। উৎক্ষেপণের মুহূর্তে ব্য়স্ত ইসরোর অন্দরমহল। পর্দায় স্থির দৃষ্টি বিজ্ঞানীদের। পৃথিবীকে পর্যবেক্ষণ করবে, এমন একটি কৃত্রিম উপগ্রহ এই এসএসএলভি-র প্রাথমিক পে-লোড। উপগ্রহটির নাম Microsat 2A বা EOS-02। দোসর হিসেবে AzaadiSAT নামে আরও একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে এই যানে। প্রকল্পটির নানা পর্যায়ে স্কুলপড়ুয়া, বিশেষত দেশের প্রত্যন্ত এলাকার ছাত্রীদের 'অবদান' তুলে ধরতে চেয়েছে ইসরো। বিশ্বব্যাপী ছোট উপগ্রহ উৎক্ষেপণ যানের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মাথায় রেখেই ভারতের এই উদ্যোগ।