ওপ্পো এ৭৮ ৫জি এবং টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি- এই দুই ফোন সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Glowing Black এবং Glowing Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এ' সিরিজের নতুন ৫জি ফোন। এই কেনা যাবে ওপ্পো ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এসবিআই ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা অ্যামাজন থেকে এই ফোন কেনার সময় ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন, প্রায় ১৩০০ টাকা। এই ফোনের কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন থাকছে। কিস্তি শুরু হবে ৩১৬৭ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারেও এই ফোন কিনতে পারেন। সেক্ষেত্রে ১৮,০৪৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। টেকনো সংস্থার এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। প্রি-বুকিংও করা যাবে এই ফোনের জন্য।