অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩ শুরু হয়েছে ১৫ জানুয়ারি। এই সেল চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। অ্যামাজনের প্রাইম মেম্বাররা এই সেলে ১৪ জানুয়ারি মাঝরাত থেকেই কেনাকাটার সুযোগ পেয়েছিলেন। অ্যামাজনের এই সেলে ১৫ হাজার টাকার কম দামে বেশ কয়েকটি নজরকাড়া স্মার্টফোন পাওয়া যাবে। এই তালিকায় কোন কোন সংস্থার কী কী মডেল রয়েছে একনজরে দেখে নিন। রেডমি ১১ প্রাইম ৫জি- অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। আইকিউওও জেড৬ লাইট ৫জি- এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। স্যামসাং গ্যালাক্সি এম৩২- এই ফোনের আসল দাম ১৬,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন কেনা যাবে ১৩,৪৯৯ টাকায়। আইকিউওও জেড৬ ৪৪ ওয়াট- অ্যামাজনের সেলে আইকিউওও সংস্থার এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। যদিও এই ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি নারজো ৫০- এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা, প্রায় ২৫০০ টাকা।