ইউপিআই পেমেন্ট অপশন বর্তমানে আমাদের সব জায়গার সঙ্গী। অনলাইন এই পেমেন্ট অপশনে সুরক্ষার খাতিরে কয়েকটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। দেশে ক্রমশ ইউপিআই পেমেন্ট অপশনের মাধ্যমে প্রতারণার হার বাড়ছে। তাই ইউপিআই পেমেন্ট করার সময় ইউজারদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। দেখে নিন ইউপিআই পেমেন্ট করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন। নিজের ইউপিআই পিন নম্বর কখনই কারও সঙ্গে শেয়ার করবেন না। স্মার্টফোনে অতি অবশ্যই স্ক্রিন লক অপশন চালু রাখুন। এতে ফোন সুরক্ষিত থাকবে। যে ইউপিআই আইডি-তে টাকা পাঠাবেন ট্রানজাকশনের আগে সেই আইডি ভালভাবে পরীক্ষা করে নিন। একের বেশি অর্থাৎ একাধিক ইউপিআই অ্যাপ ব্যবহার না করাই ভাল। আনভেরিফায়েড লিঙ্কে কখনও ক্লিক করবেন না। এ জাতীয় লিঙ্ক থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল।