Image Source: PIXABAY

কাছের মানুষের সঙ্গে সম্পর্কে মাঝেমধ্যেই ভুল বোঝাবুঝি হচ্ছে? অকারণ মান-অভিমানে দূরত্ব বাড়ছে?

যে কোনও সম্পর্কের মতো বিশেষ মানুষটির সঙ্গে সম্পর্ক যাতে মসৃণ থাকে, সে জন্য পর্যাপ্ত 'কমিউনিকেশন' দরকার।

ভাল 'কমিউনিকেশন'-র বা কথাবার্তা যাতে হয়, তার জন্য প্রাথমিক প্রয়োজন একে অন্যের কথা শোনা।

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজেদের মতামত প্রকাশ করতে এতটাই ব্যস্ত থাকি যে অন্যের কথা শুনে উঠতে পারি না।

কাছের মানুষটির কথা শুনতে আপনি যে আন্তরিক ভাবে উৎসাহী, সেটি বোঝানো দরকার।

কথার মাঝে হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে আপনার সঙ্গী বুঝতে পারবেন, তাঁর কথা শুনতে আপনি আদৌ ইচ্ছুক নন।

কী বলছেন তার পাশাপাশি কী ভঙ্গিতে কথা বলছেন, সেটিও খেয়াল রাখা দরকার।

নিজের কোনও মানসিক সমস্যা থাকলে সেটির দিকেও নজর দিন।

আপনার কোনও সমস্যা যাতে কোনও ভাবে কাছের মানুষটিকে আঘাত না করে, সেটিই দেখার।

বক্তা ও শ্রোতা. দু'পক্ষই একে অন্যের প্রতি সম্মান দেখাচ্ছেন কি?