Image Source: pixabay

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক।

Image Source: pixabay

চেতনা থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সবকিছু চালনার মূলেই রয়েছে এই অঙ্গটি।

Image Source: pixabay

বয়সের সঙ্গে সঙ্গে শরীরের বাকি অংশের মতোই, ধীরে ধীরে কর্মক্ষমতা হারায় মস্তিষ্ক।

Image Source: pixabay

এই প্রক্রিয়া স্বাভাবিক, কিন্তু প্রয়োজনীয় পুষ্টির মাধ্যমে এটার গতি ধীর করা যায়।

Image Source: pixabay

মস্তিষ্কের জন্য প্রয়োজন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। সামুদ্রিক মাছে, কিছু কিছু বাদামে যা ভরপুর থাকে।

Image Source: pixabay

ডায়েটে রাখতে হবে লুটেইন সমৃদ্ধ খাবার। পালংশাক, ক্যাপসিকাম, বিভিন্ন শাক-সব্জি, লেটুস পাতায় এটি থাকে।

Image Source: pixabay

বিভিন্ন ধরনের খনিজ মৌল মস্তিষ্কের সক্রিয়তার জন্য প্রয়োজনীয়। বাদাম, অ্য়াভোকাডো যা জোগান দেবে।

Image Source: pixabay

কোলাইন (Choline) সমৃদ্ধ খাবার প্রয়োজন। মেটে, ডিমের কুসুম, রেড মিট থেকে মিলবে এই প্রয়োজনীয় পুষ্টিপদার্থ।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা মেনে চলুন।