পর্দায় নজর কেড়েছেন বার বার। পর্দার বাইরেও ফের চোখ ধাঁধালেন কৃতী শ্যানন। ঝলমলে সোনালি শাড়িতে অনবদ্য লেগেছে তাঁকে। সঙ্গে মানানসই ব্লাউজ, মেক-আপেও পরিপাটি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নতুন ছবি। তুমুল শোরগোল সোশ্য়াল মিডিয়ায়। অস্কারমূর্তি নাকি? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন অনেক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয় কৃতী। কখনও ফিটনেস-ভিডিও, কখনও আবার হালকা মুহূর্তের ছবি শেয়ার করেন কৃতী। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা এই অভিনেত্রী ফিল্মের চরিত্রে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। এর মধ্যে 'মিমি' ছবিটিতে 'সারোগেট মাদার' হিসেবে কৃতীয় অভিনয় মন কেড়েছে অনেকের। তবে বড় পর্দার বাইরেও যে তিনি সমান 'কৃতী,' সেটা ফের প্রমাণ করে দিলেন।