ট্যুইটারে এবার থেকে ব্লু টিক কিনতে হবে টাকা দিয়ে। ইতিমধ্যেই বেশ কিছু দেশে ট্যুইটারের এই নতুন ফিচার চালু হয়ে গিয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেন। জানা গিয়েছে প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে এই ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন ট্যুইটার ইউজাররা। ভারতে এখনও ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন ফিচার চালু হয়নি। তবে শোনা যাচ্ছে, এক মাসেরও কম সময়ের মধ্যে হয়তো এই ফিচার ভারতেও চালু করবে ট্যুইটার কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ট্যুইটার অ্যাকাউন্টের পাশে থাকা ব্লু টিক পাওয়া যেত বিনামূল্যে। ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতেন ইউজাররা। সেখানে বিভিন্ন তথ্য দিতে হত। এইসবের তথ্যের ভেরিফিকেশন করার পর ব্লু টিক প্রদান করত ট্যুইটার। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর এই নতুন ফিচারের ঘোষণা করা হয়েছে।