সামনের সপ্তাহেই ফের রেপো রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এই খবর প্রকাশ্যে এলেও সপ্তাহের শেষ দিনে সেরকম প্রতিক্রিযা দেখাল না বাজার।

বেয়ারদের নিচে ফেলে ওপরে ক্লোজ করল বুলরা। সবুজেই বন্ধ হল নিফটি, সেনসেক্স।

এদিন বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নিয়ে বৈঠকের খবর ফের পতন দেখাতে পারে বাজারে।

যদিও সেরকতম কিছু হয়নি এদিন। তবে বেশ কয়েকবার এদিন লালে চলে যায় বাজার।

বিনিয়োগকারীদের কেনার ভিত্তিতে বাজারে আজ ভাল গতির সঙ্গে ব্যবসা বন্ধ হয়েছে। সেনসেক্সে ২০০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে লেনদেন করে বন্ধ হয়েছে।

নিফটি ১৭৮০০-র কাছাকাছি ক্লোজিং দেখাতে সক্ষম হয়েছে। আজ ব্যাঙ্ক নিফটির পতন বাজারের গতিকে সীমিত করেছে, অন্যথায় এটি আরও গতিতে বন্ধ হতে পারত।

আজ মিডক্যাপ স্টকগুলিতেও পতন হয়েছে।এদিন BSE 30-র শেয়ার সূচক সেনসেক্স ২০৩ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ০.৩৪ শতাংশ বেড়ে ৫৯,৯৫৯ এ বন্ধ হয়েছে।

সেখানে NSE-র 50-শেয়ার সূচক নিফটি ৪৯.৮৫ পয়েন্ট বা ০.২৮ শতাংশ গতি দেখিয়ে ১৭৭৮৬-এর স্তরে বন্ধ হয়েছে।

আজ বেড়েছে

MARUTI 9,548.00 5.60 18,73,029
RELIANCE 2,527.00 3.09 81,26,824
APOLLO HOSP 4,563.00 2.96 6,91,801
NTPC 174.20 2.08 1,61,85,760
HERO MOTOCO 2,651.25 1.55 7,17,856

আজ কমেছে

TECH M 1,048.75 -2.52 15,42,568
TATA STEEL 101.65 - 2.45 5,10,06,232
SUN PHARMA 989.00 -2.24 39,34,980
GRASIM 1,686.00 -2.23 4,42,004
DIVIS LAB 3,546.50 -2.06 3,75,361