চতুর্থ দিনের শুরুতে ভারত মাত্র ২০ রান যোগ করার পরেই জাডেজা আউট হন বিরাটের সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যান শ্রীকর ভরত ভরত কেরিয়ার সেরা ৪৪ রানের ইনিংস খেলেন ১০২৫ দিনের খরা কাটিয়ে বিরাট কোহলি ২৮তম টেস্ট শতরান হাঁকান ষষ্ঠ উইকেটে বিরাটের সঙ্গে ১৬২ রান যোগ করেন অক্ষর পটেল তিনি ৭৯ রানের অনবদ্য় এক ইনিংস খেলে আউট হন প্রচন্ড গরমে অনবদ্য ফিটনেস দেখান বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ার সেরা ১৮৬ রান করেন তিনি গ্রিন ও মার্ফি তিন উইকেট নিলেও ভারত ৫৭১ রান তোলে পিঠের চোটে ব্যাট করতে নামেননি শ্রেয়স, দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে