২৪১ বলে সেঞ্চুরি হাঁকান বিরাট

ঘরের মাঠে এটি বিরাটের ১৪ তম টেস্ট সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেটে এটি বিরাটের ৭৫ তম শতরান

২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন

এরপর প্রায় ৪০ মাস বাদে ফের লাল বলের ক্রিকেটে বিরাট শতরান এল

এদিন নাথান লায়নকে সিঙ্গলস নিয়ে সেঞ্চুরি করেন বিরাট

ঘরের মাঠে এই নিয়ে টেস্টে ১৪টি সেঞ্চুরি হাঁকান বিরাট

স্মিথ ও বর্ডারকে টপকে গেলেন বিরাট

আর একটি সেঞ্চুরি করলেই ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন বিরাট