Image Source: PTI, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক

পুজোর ঢাকে কি কাঠি পড়ে গেল? সোমবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেরকমই আমেজ বাংলায়।

কেন্দ্র অর্থ দিচ্ছে না। টানাটানির সত্ত্বেও এদিন পুজোর জন্য সরকারি অনুদান বাড়ানোর ঘোষণা করলেন মমতা।

৫০ হাজার টাকা থেকে সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে, জানালেন তিনি।

অর্থাৎ ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে অনুদান পাবে, নেতাজি ইন্ডোরে ঘোষণা তাঁর।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি যাতে ছাড়ের পরিমাণ বাড়ায় সে ব্যাপারেও কথা বলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

সরকারি অনুদান বাড়ানোর পাশাপাশি পুজোতে সরকারি কর্মীদের ছুটির কথাও ঘোষণা করেন সেখানে।

এ বছর সরকারি কর্মীদের ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি কর্মীদের।

কালীপুজোয় ছুটি থাকবে আগামী ২৪-২৫ অক্টোবর, ভাইফোঁটার জন্য ২৭ অক্টোবর ছুটি পাবেন সরকারি কর্মীরা।

এছাড়া 'ইউনেস্কোকে সম্মান' জানাতে ১ সেপ্টেম্বর বিশেষ মিছিলের নীল-নকশাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।