দহি হান্ডি উৎসব মূলত জন্মাষ্টমীর একটি অংশ
দেশজুড়েই পালিত হচ্ছে এই দহি হান্ডি উৎসব
এই উৎসবে তরুণরা হলুদ পোশাক পরে ঘুরে বেড়ান
মূলত কৃষ্ণ সেজে পাড়ায় পাড়ায় ঘোরেন 'গোবিন্দরা'
পরষ্পরের কাঁধে উঠে পিরামিডের আকার গড়েন
উপর থেকে দড়ি দিয়ে মাটির কলসিতে থাকে ঘোল
উৎসবে ওই মাটির কলসি উপরে উঠে ভাঙতে হয়
দহি হান্ডি উৎসবে এটিই মূলত বিজয়ের প্রতীক
মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী দুঃসাহসিক খেলার মর্যাদা দেবার সিদ্ধান্ত নিয়েছেন
কোভিডের কারণে বিরত থাকলেও ফের মেতেছে দেশ