Image Source: মমতা বন্দোপাধ্যায়ের ফেসবুক

প্রথমে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান ও পরে পরেশনাথ মন্দিরে পুজো। শিক্ষক দিবসেও কর্মব্যস্ত মুখ্যমন্ত্রী।

ডক্টর সর্বোপল্লি রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে শিক্ষারত্ন সম্মান প্রদানের আয়োজন করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষক ও পড়ুয়ারাও।

অনুষ্ঠানে নিজের ছাত্রজীবনের বহু স্মৃতিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

বলেন, 'রাজনীতি করতাম বলে কলেজে এক দিনও ক্লাস করতাম না।'

পরে পরেশনাথের মন্দিরেও আসেন তিনি। ঘুরে দেখেন সবটা।

শিক্ষা সম্মান প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী বললেন 'আমার টিচার আমাকে ডাকতে যেতেন, নিচ থেকে লোক পাঠাতেন।'

পড়ুয়াদের এক জন নিজের হাতে আঁকা তৃণমূলনেত্রীর প্রতিকৃতি তুলে দেন মমতার হাতে।

পরেশনাথের জৈন মন্দিরে উপাসনার পদ্ধতি নিয়েও সমান আগ্রহ দেখা গেল তাঁর মধ্যে।

এদিন শিক্ষা সম্মান মঞ্চে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণায় হালকা মেজাজেই পাওয়া যায় মুখ্যমন্ত্রীকে।