Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কমবে না গুণমান, আসছে নতুন ফিচার।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপের মাধ্যমেও একদম অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে।

Image Source: Pexels

উল্লেখ্য, ছবি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ যথেষ্ট জনপ্রিয় মাধ্যম। বিশ্বের এক প্রান্তের ছবি নিমেষে অন্যত্র পৌঁছে যায় হোয়াটসঅ্যাপের সাহায্যে।

Image Source: Pexels

এক্ষেত্রে ছবির গুণমান কিছুটা খারাপ হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন ফিচার চালু হলে আর সেই সমস্যা থাকবে না।

Image Source: Pexels

নতুন ফিচার চালু হলে ছবি শেয়ার করার আগে দেখা যাবে একটি ফটো কোয়ালিটি অপশন।

Image Source: Pexels

এই ফটো কোয়ালিটির আইকন থাকবে স্ক্রিনের উপরের দিকে। এর পাশাপাশি থাকবে আরও অনেক টুল।

Image Source: Pexels

কোনও ইউজার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অরিজিনাল কোয়ালিটির ছবি শেয়ার করতে চাইলে তাঁকে ওই নির্দিষ্ট ছবির কোয়ালিটি সেটিংস পরিবর্তন করতে হবে।

Image Source: Pexels

এর ফলে ছবির গুণমান ভাল হবে এবং তা শেয়ার করা যাবে। তবে এক্ষেত্রে এখনকার তুলনায় বেশি পরিমাণ ডেটা খরচ হবে।

Image Source: Pexels

ভাল কোয়ালিটির ছবি পাঠাতে এবং ডাউনলোড হতে বেশি পরিমাণ ডেটা প্রয়োজন হয়। Android 2.23.2.11 beta update- এর ক্ষেত্রে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে।

Image Source: Pexels

তবে এখনও এই ফিচার লঞ্চের সঠিক সময় জানা যায়নি। যদিও অনুমান, খুব তাড়াতাড়ি এই ফিচার চালু হবে সমস্ত ইউজারদের জন্য।