সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, রুতুরাজ গায়কোয়াড়রা কি শেষ ম্যাচে খেলবেন?

ছন্দে থাকার দুই ওপেনার গিল ও ধবনই এই ম্যাচেও সম্ভবত ওপেন করবেন

দুই ম্যাচে দুই ৫০ করা শ্রেয়সের নাম সম্ভবত টিম লিস্টের ১ নম্বরে থাকবে

দুই ম্যাচে ব্যর্থ হলেও সূর্যকুমারের দল থেকে বাদ পড়ার সম্ভবনা খুবই কম

শেষ ম্যাচে অর্ধশতরানকারী সঞ্জু স্যামসন কিপার হিসাবে খেলবেনই

গত ম্যাচে ব্যাট হাতে ক্যামিও এবং বল হাতে উইকেট দলে দীপক হুডার জায়গা পাকা করেছে

একমাত্র জাডেজা ফিট হলে তবেই অক্ষর পটেলের বাদ পড়ার সম্ভাবনা

শার্দুলের বাদ পড়ার কারণ বা তার বিকল্প, দুইটোর কোনটাই নেই

অভিষেকে হতাশ করলেও সিরাজকে বিশ্রাম দিয়ে আবেশকে আরেকটা সুযোগ দেওয়া হতে পারে

এই ম্যাচে হয়তো সিরাজের বদলে অর্শদীপ সিংহ সুযোগ পেলেও পেতে পারেন

দলের অভিজ্ঞতম বোলার যুজবেন্দ্র চাহালের শেষ ম্যাচ খেলার সম্ভাবনা প্রবল