ভারতীয় দলকে যথারীতি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা

শেষ দুই ম্যাচে শুরুটা ভালই করেছিলেন কেএল রাহুল, সেই ফর্ম অব্যাহত চ্যালেঞ্জ তাঁর সামনে

ভারতের হয়ে তিন নম্বরে ব্য়াট হাতে বিরাট কোহলিকেই দেখা যাবে

সূর্যকুমার যাদবের দলে জায়গা পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই

অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্যর খেলাটাও প্রায় নিশ্চিত

পরপর ব্যর্থতার পর হয়তো এই ম্য়াচে ঋষভ পন্থকে বসিয়ে দীনেশ কার্তিককে খেলানো হতে পারে

এ বারের এশিয়া কাপে আজ নিজের প্রথম ম্যাচ খেলতে দেখা যেতে পারে অক্ষর পটেলকে

অসুস্থ আবেশ খানের বদলি হিসাবে স্কোয়াডে সরকারিভাবে সামিল হতে পারলে, আজ দীপক চাহারকেও খেলতে দেখা যেতে পারে

দলের দ্বিতীয় স্পিনার হিসাবে লড়াইটা যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে, দুইজনের যে কেউই এই ম্যাচ খেলতে পারেন

গত ম্যাচে বল হাতে তেমন প্রভাবিত করতে না পারলেও, ভুবনেশ্বর কুমারের এই ম্য়াচে খেলার সম্ভাবনা প্রবল

দলের আরেক বিশেষজ্ঞ ফাস্ট বোলারের ভূমিকায় অর্শদীপ সিংহকেই সম্ভবত দেখা যাবে