দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মা ভারতের হয়ে ওপেন করবেন

রোহিতের ওপেনিং সঙ্গী কেএল রাহুলও ভাল ফর্মে রয়েছেন

রান পেতে মরিয়া হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি

সূর্যকুমার যাদব তো ভারতীয় মিডল অর্ডারে খেলবেনই

হার্দিক পাণ্ড্যরও দল থেকে বাদ পড়ার কোনও কারণ নেই

'ফিনিশার' দীনেশ কার্তিকেরও দলে থাকার সম্ভাবনা প্রবল

স্পিন অলরাউন্ডার হিসাব খেলবেন ছন্দে থাকা অক্ষর পটেল

হর্ষল পটেলকে এই ম্যাচেও হয়তো আরেকবার সুযোগ দেওয়া হবে

গত ম্যাচে না খেললেও, ঋষভ পন্থের বদলে একাদশে ফিরতে পারেন উমেশ যাদব

জসপ্রীত বুমরা তো খেলবেনই

বিশেষজ্ঞ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালই হয়তো সুযোগ পেতে চলেছেন