টি-২০ ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রান করেছেন কে? প্রথম স্থানে ক্রিস গেল। যিনি ২১৩ ইনিংসে ৮০০০ রান পূর্ণ করেছিলেন।

বিরাটকে পিছনে ফেলেছেন বাবর আজম। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করে ফেলেছেন। ২১৮ ইনিংসে।

২৪৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছিলেন বিরাট।

তালিকায় চার নম্বরে অ্যারন ফিঞ্চ। ২৫৪ ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছেন অজি অধিনায়ক।

বিধ্বংসী অস্ট্রেলীয় ওপেনার রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। ২৫৬ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন ওয়ার্নার।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক ২৬৭ ইনিংসে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন। তালিকায় ছয় নম্বরে তিনি।

সাত নম্বরে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। ২৭৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন এ বি।

২৭৩ ইনিংসেই ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন মার্টিন গাপ্টিল। এ ব্যাপারে নিউজিল্যান্ডের তারকা রয়েছেন এ বি-র সঙ্গে একাসনে।

ভারতের শিখর ধবন ২৭৭ ইনিংসে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন।

তালিকায় দশ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। ২৮৪ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন রায়না।