সকালে ছিল প্রত্যাঘাতের শপথ দুপুরে সেটাই যেন সমর্পণের হতাশায় বদলে গেল ইনদওরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৭ রানে শেষ করে দিয়েছিল ভারত জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেল ১৬৩ রানে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ৭৫ রানের লিড নিল ভারত ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে করতে হবে মাত্র ৭৬ রান দ্বিতীয় ইনিংসে ভারতের ঘাতক হিসাবে হাজির হলেন নাথান লায়ন দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিলেন লায়ন ম্যাচের তৃতীয় দিন ৭৬ রান চাই অস্ট্রেলিয়ার অশ্বিন-জাডেজারা কি পারবেন স্পিন ভেল্কিতে অজিদের আটকাতে?