কলকাতা নাইট রাইডার্সের ডেরায় আইপিএলের প্রস্তুতি শিবির দিল্লি ক্যাপিটালসের কলকাতায় এই নিয়ে দুবার প্রাক মরসুম প্রস্তুতি সারল দিল্লি তিনদিনের শিবির হল কলকাতায় দুদিন প্র্যাক্টিস হয়েছে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে, একদিন ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবিরের তত্ত্বাবধান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক এখন দিল্লিক ডিরেক্টর অফ ক্রিকেট চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ পন্থ কবে মাঠে ফিরবনে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই সৌরভ জানিয়েছেন, পন্থের পরিবর্তে কাকে নেওয়া হবে, তা নিয়ে এখনও অপেক্ষা করতে চান তাঁরা শোনা যাচ্ছে সৌরাষ্ট্রের শেলডন জ্যাকসন ও বাংলার অভিষেক পোড়েলের মধ্যে একজন সুযোগ পেতে পারেন