চলতি সিরিজেই একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন বিরাট কোহলি
টেস্টে ৮ হাজার রান সম্পূর্ণ হয়ে যেতে পারে এই সিরিজেই
রানের অঙ্কে এই সিরিজেই পেরিয়ে যেতে পারেন জাস্টিন ল্যাঙ্গার (৭৬৯৬), ইয়ান বেল (৭৭২৭), মাইকেল আথারটনকে (৭৭২৮)
তাহলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২ হাজার রান হয়ে যাবে কোহলির
টপকে যেতে পারেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫০ রান)
আর তিনটি হাফসেঞ্চুরি করলেই টেস্টে হাফসেঞ্চুরির সংখ্যায় পেরিয়ে যাবেন বীরেন্দ্র সহবাগকে
আর একটি সেঞ্চুরি করলেই স্টিভ স্মিথকে পেরিয়ে যাবেন, হাশিম আমলা ও মাইকেল ক্লার্ককে স্পর্শ করবেন
২০১৯ সালের নভেম্বরে শেষ টেস্ট সেঞ্চুরি ছিল বিরাটের
আর একটি টেস্ট জিতলেই ক্লাইভ লয়েডকে পেরিয়ে ৩৭টি ম্যাচ জিতবেন অধিনায়ক কোহলি
অধিনায়ক হিসাবে ৭৪ ম্যাচের ৩৬টি জিতেছিলেন লয়েড, কোহলি ৬১টি ম্যাচে ৩৬টি জিতেছেন