আইসিসি টুর্নামেন্টের নক আউট ম্যাচে রোহিত শর্মার হতশ্রী রেকর্ড ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন মাত্র ২৯ রান ২০১৫ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৪ রান করেছিলেন ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রান করেছিলেন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোনও রান করতে পারেননি ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন মাত্র ১ রান রোহিত অবশ্য বেশি ভাবতে নারাজ বলেছেন, 'শুধু আমি কেন, কোনও ক্রিকেটারেরই একটা নক আউট ম্যাচের পারফরম্যান্স দিয়ে মূল্যায়ণ করা ঠিক নয়।' মঙ্গলবার নেটে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছিলেন তবে রোহিত জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ, সেমিফাইনালে মাঠে নামবেন