টেনিস সুন্দরী ও ক্রিকেট তারকার রূপকথার জীবন দেশকালের বেড়াজাল পেরিয়ে কাছে আসে এবং বিয়ে কিন্তু সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে নাকি ভাঙছে! শোনা যাচ্ছে, এক নায়িকার ঘনিষ্ঠ হয়েছেন শোয়েব! তাতেই নাকি দূরত্ব বেড়েছে সানিয়ার সঙ্গে! তাঁদের এক সন্তান ইজ়ানও রয়েছে কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন সানিয়া নিজেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আগে আয়েষা সিদ্দিকির সঙ্গে বিয়ে হয় শোয়েবের তার পর ধূমধাম করে বিয়ে সানিয়ার সঙ্গে কিন্তু সানিয়া বলছেন, মন ভেঙেছে তাঁর