অধিনায়ক রোহিতের থেকেও ব্য়াটার রোহিতের দিকে এই ম্যাচে বেশি নজর থাকবে

গত ম্য়াচের দ্বিশতরানকারী শুভমনের দিকে নজর থাকবেই

গত ম্য়াচে ব্যর্থ হওয়া কোহলি ফের একবার বড় রান করতে মরিয়া হবেন

শ্রেয়সের অনুপস্থিতিতে মিডল অর্ডারে সূর্যকুমারের সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত

কিপার ও মিডল অর্ডার ব্যাটার হিসাবে ইশান কিষাণের জায়গা পাকা

ভারতের সীমিত ওভারের দলে হার্দিকের বিকল্প নেই বললেই চলে

স্পিন অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটন সুন্দর হয়তো আবারও সুযোগ পাবেন

শার্দুলের অলরাউন্ড দক্ষতা দলকে ভারসাম্য প্রদান করে

ভাল ছন্দে থাকা কুলদীপকেই একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে খেলানোর সম্ভাবনা প্রবল

শামির অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য অপরিহার্য

চার উইকেট নেওয়া মহম্মদ সিরাজের দলে জায়গা পাকা