রোহিত ও রাহুল ৯৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন

রোহিত অর্ধশতরান হাতছাড়া করলেও রাহুল ৫৭ রান করেন

সূর্যকুমার ও বিরাট ম্যাচে শতরানের পার্টনারশিপ গড়েন

সূর্য ২২ বলে ৬১ রান করেন

কোহলি এই ম্যাচেই প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেন

ভারত তিন উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে

ম্যাচের দ্বিতীয় ওভারেই দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন অর্শদীপ

তবে ডি কক ও মিলার ১৭৪ রানের পার্টনারশিপে লড়াই চালান

মিলার ১০৬ রানে অপরাজিত থাকেন

তাও ১৬ রানে ম্যাচ জেতে ভারত ২২১ রানের থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস