দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে পরাস্ত ভারত এক ইনিংস ও ৩২ রানে রোহিত শর্মাদের হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা এই টেস্টে একশো বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা মোট ১১ উইকেট নিয়েছেন যা এক টেস্টে যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ, ১৯২৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেও হয়েছিল একই নজির এটা রোহিত শর্মার নেতৃত্বে টেস্টে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় ২০১৫ সালের পর থেকে এত বড় ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার হারল ভারত ২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারেনি ভারত অভিষেক টেস্টে নান্দ্রে বার্গার দুই ইনিংস মিলিয়ে নিলেন ৭ উইকেট সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে জ্বলে উঠেছিলেন লুনগি এনগিডি ও মার্কো জানসেনও