ভারতীয় ওপেনিংয়ে রোহিত-রাহুলের জুটিই অব্যাহত থাকবে

তিনে ফর্ম ফিরে পাওয়া বিরাটের দিকে থাকবে বিশেষ নজর

গত ম্যাচে ব্যর্থ হলেও, এই ম্যাচে আরও একবার দীনেশ কার্তিকের বদলে পন্থই সম্ভবত খেলবেন

হার্দিক পাণ্ড্য তো দলে থাকবেনই

সীমিত ওভারের ক্রিকেটে সূর্যকুমার টিম ইন্ডিয়ার অন্যতম বড় ভরসা

অক্ষর পটেলের এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা প্রবল

ভুবনেশ্বর কুমার ভারতীয় বোলিং বিভাগের নেতা

চোট সেরে গিয়েছে, তাই একাদশে ফিরতে পারেন আবেশ খান

ফিল্ডিংয়ে ভুল করলেও, বল হাতে ক্রমাগত প্রভাবিত করা অর্শদীপ সুযোগ পাবেনই

দুই লেগ স্পিনারের লড়াইয়ে সম্ভবত অভিজ্ঞতার সুবাদে বিষ্ণোই নয়, চাহাল সুযোগ পাবেন একাদশে