ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত



এই ম্যাচে দারুণ রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে



আর ৩২ রান করলেই টেস্টে মোট রানের নিরিখে বীরেন্দ্র সহবাগকে পেরিয়ে যাবেন কোহলি



কোহলির মোট টেস্ট রান এখন ৮৫৫৫



বীরুর মোট টেস্ট রান ৮৫৮৬



ভারতীয়দের মধ্যে আর মাত্র ৪ জনের এর চেয়ে বেশি টেস্ট রান রয়েছে



সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর ও ভি ভি এস লক্ষ্মণ



১১০টি টেস্ট খেলেছেন বিরাট



টেস্টে ২৮টি সেঞ্চুরি রয়েছে তাঁর



আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৭৫টি সেঞ্চুরি রয়েছে