ইতিহাসের সাক্ষী হল উইম্বলডন, নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ় বরিস বেকার ও বিয়ন বর্গের পর ওপেন যুগে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২১-র গণ্ডি ছোঁয়ার আগেই উইম্বলডন জয় ম্যাচ শেষে নোভাক বলেছেন, 'কার্লোস তুমি ট্রফিজয়ের যোগ্য দাবিদার।' জোকারের সংযোজন, 'ভেবেছিলাম শুধু ক্লে কোর্টে ভোগাবে, ঘাসেও একই হাল হবে ধরতে পারিনি।' স্পেনের এল পারমার গ্রামে জন্ম আলকারাজ়ের তাঁর ঠাকুর্দা স্থানীয় একটি টেনিস ক্লাবের সদস্য ছিলেন আলকারাজ়ের বাবা স্পেনের টেনিস চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছিলেন, পরে অ্যাকাডেমি খোলেন বাপ-ঠাকুর্দার হাত ধরেই টেনিসে আসা আলকারাজ়ের তাঁকে যখন প্রথম টেনিস ব়্যাকেট কিনে দেওয়া হয়েছিল, আলকারাজ়ের বয়স মাত্র ৩ বছর বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা হুয়ান কার্লোস ফেরেরো হলেন আলকারাজ়ের ব্যক্তিগত কোচ (ছবি - উইম্বলডন)