সহ-অধিনায়ক শিখর ধবনকে তো ওপেনিং করতে দেখা যাবেই

এই সিরিজে দলের অধিনায়ক কেএল রাহুলও বহুদিন পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন

রাহুল ফেরায় সম্ভবত ওপেনার নয়, বরং তিন নম্বরে ব্যাটে নামবেন শুভমন গিল

সিনিয়রদের অনুপস্থিতে দীপক হুডা প্রথম একাদশে সুযোগ না পেলেই তা বিস্ময়ের হবে

এই সিরিজে সম্ভবত মিডল অর্ডারে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ

ঈশান থাকলেও, সঞ্জু স্যামসনও সম্ভবত দলে ডাক পাবেন, দুইজনের একজন করেবন উইকেটকিপিং

ওয়াশিংটন, জাডেদজার অনুপস্থিতিতে অক্ষর পটেলের দলে জায়গা পাওয়া মোটামুটি নিশ্চিত

শার্দুল ঠাকুর বা দীপক চাহারের মধ্যে একজন তো নিশ্চিতভাবে সুযোগ পাবেনই

দলে দ্বিতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদব সুযোগ পেতে পারেন

তিন ফাস্ট বোলারের মধ্যে সবথেকে অভিজ্ঞ মহম্মদ সিরাজ, প্রথম ম্যাচে সম্ভবত তিনি খেলবেন

তাঁর সঙ্গে আরেক ফাস্ট বোলিং বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ম্যাচে জায়গা পেতে পারেন