স্বাধীনতা দিবসের সকালে দেশভক্তির গান না হলে চলে! বাংলা থেকে হিন্দি, দেশ নিয়ে হাজারো গান ‘জন গণ মন অধিনায়ক’, বৈচিত্র, বিভিন্নতা ব্যাখ্য়ায় আদর্শ ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’, দেশভক্তিতে উদ্বেল হোক মন এআর রহমান আর দেশভক্তির গান, ‘মা তুঝে সেলাম’ না শুনলেই নয় ‘রং দে বসন্তি’ ছবির টাইটেল ট্র্যাক শুনেছেন! এখনই বন্দোবস্ত করে রাখুন ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’, চোখের জল বাধ মানে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ‘বন্দে মাতরম’ -এর নানা ভার্সন রয়েছে ‘উপকার’ ছবির ‘মেরে দেশ কি ধরতি’, এই স্বাধীনতা দিবসে শুনুন ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির ‘জয় হো’, শোনেননি এমন মানুষ নেই ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতন’, শুনলেই কাঁটা দেয় গায়ে