ম্যাচ জিততে চতুর্থ দিনে ভারতীয় দলকে ১০০ রান করতে হত, হাতে ছিল ছয় উইকেট উনাদকাটকে ১৩ রানে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কাটি দেন শাকিব ৯ রানে আউট হন প্রথম ইনিংসে ৯৩ করা পন্থও পরপর দুই ওভারে পন্থ ও অক্ষরকে ফেরান মিরাজ ৭৪ রানে সাত উইকেট হারানোর পর অশ্বিন-শ্রেয়স ভারতের হাল ধরেন ভারতকে তিন উইকেটে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন দুইজনে শ্রেয়স ২৯ ও অশ্বিন ৪২ রানে অপরাজিত থাকেন এই ম্যাচ জিতে ২-০ সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া ছয়টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫৪ রান করায় ম্যাচ সেরা হন অশ্বিন মোট ২২২ রান করায় চেতেশ্বর পূজারাকে সিরিজ সেরা ঘোষণা করা হয়