বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্টে ৮৬ রান করেন শ্রেয়স আইয়ার তিনিই সব ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক ১৪৯৩ রান করেছেন শ্রেয়সের থেকে সামন্যই পিছিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব সূর্যকুমার এই বছরে মোট ১৪২৪ রান শতরানের খরা কাটিয়ে বিরাট কোহলি অবশেষে ফর্মে ফিরেছেন তিনি এ বছরে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ, ১৩০৪ রান করেছেন। ঋষভ পন্থ এই তালিকায় চতুর্থ তারকা কিপার ব্যাটার মোট ১২৭৮ রান করেছেন চলতি বছরে তালিকায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন তিনি মোট ৯৯৫ রান করেছেনতিনি মোট ৯৯৫ রান করেছেন