ভারতের মতো প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বের খুব কম দেশেই দেখা যায়।
মূলত গ্রীষ্মপ্রধান দেশ হলেও, ভারতে শৈলশহরের অভাব নেই।
ভারতের বেশ কয়েকটি শহরের তাপমাত্রা সারাবছরই কম থাকে।
ভারতের বেশ কয়েকটি শহরে শীতকালে তুষারপাত দেখা যায়।
শীতকালে এই শহরগুলিতে পর্যটকদের ভিড় থাকে।
এমনই একটি অসাধারণ সুন্দর শহর জম্মু ও কাশ্মীরের গুলমার্গ।
হিমাচল প্রদেশের মানালিও অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল।
উত্তরাখণ্ডের মুসৌরিও একটি জনপ্রিয় পর্যটনস্থল।
তুষারপাতের আনন্দ পাওয়ার জন্য অনেক পর্যটকই উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে ভিড় জমান।
অরুণাচল প্রদেশের তাওয়াং, লাদাখও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।