এশিয়া কাপ অভিযান শুরুর আগে বেঙ্গালুরুর টিম ইন্ডিয়ার জোর অনুশীলন



রোহিত শর্মা, বিরাট কোহলিরা ঝড়ালেন ঘাম



আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের অংশ বুমরা, প্রসিদ্ধও ছিলেন ক্যাম্পে



কোহলি নিজে অনুশীলন করার পাশাপাশি গিল, বুমরাদের সঙ্গে কথাও বললেন



অধিনায়ক রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় গিলকে



কেএল রাহুলও অনুশীলনে ব্যাটিং করেন



তবে তাঁকে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না বলেন জানান দ্রাবিড়



রাহুলের অনুপস্থিতিতে ঈশান কিষাণেকর প্রথম দুই ম্যাচ খেলা নিশ্চিত



তবে শ্রেয়স আইয়ার সম্পূর্ণ ফিট বলেই জানিয়েছেন ভারতীয় কোচ



অনুশীলন শিবিরে দীর্ঘদিন পর দলে ফেরা শামিও অনেকটা সময় বল করেন