ভারতের সর্বকালের অন্যতম সেরা বোলার জাহির খান



তিনি শ্রীলঙ্কায় ১১টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন



বেঙ্কটেশ প্রসাদ নতুন বল হাতে উইকেট নিতে দক্ষ ছিলেন



প্রসাদ আটটি ম্যাচ খেলে শ্রীলঙ্কায় মোট ১৪টি উইকেট নিয়েছেন



শ্রীলঙ্কার মাটিতে স্পিনার হরভজন সিংহের সাফল্য দেখে কেউই অবাক হবেন না



হরভজন ১৪টি ম্যাচে দ্বীপরাষ্ট্রে ১৬টি উইকেট নিয়েছেন



অনিল কুম্বলে দৌরাত্ম্য লাল বলের ক্রিকেটেই বেশি, তবে এই তালিকাতেও রয়েছন তিনি



কুম্বলে শ্রীলঙ্কায় ১৫টি ওয়ান ডে ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন



স্পিনসহায়ক শ্রীলঙ্কায়ও ভারতের সফলতম বোলার একজন পেসার



তিনি আশিস নেহরা, যার দখলে শ্রীলঙ্কায় ১৫ ম্যাচে ২২টি উইকেট রয়েছে